মেহেরপুরে ইনোভেশন শোকেসিং মেলায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স থাকবে
মেহেরপুর অফিস/মুজিবনগর প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার ছিলো জিরো টলারেন্স। সেই লক্ষে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রনালয়। কাজের বিলম্ব যেখানে দুর্নীতি সেখানেই। কোনোক্রমেই যাতে কাজের বিলম্ব না হয়, সেজন্য নতুন নতুন পরিকল্পনা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল শনিবার দুপুরে মেহেরপুরে খুলনা বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরওও বলেন, প্রতিটি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী এখানে উপস্থাপন করেছে। যাতে প্রতিটি জেলা সে অনুযায়ী কাজ করতে পারে। এরই মাধ্যমে আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। এরপরই বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তিনি। মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলান বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ হুমায়ন কবীর, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তাফা কামাল, বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশিদ, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন। মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত ইনোভেশন শোকেসিং মেলায় খুলনা বিভাগের ১০টি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করেন। এ সময় প্রতিটি স্টল ঘুরে দেখেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
এদিকে বিকেল ৩টায় মেহেরপুরের মুজিবনগর আদর্শ মহিলা কলেজের ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গণে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। প্রতিষ্ঠানের সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া বিশ^াস, উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি। এ সময় অধ্যক্ষ মো. ওমার খৈয়াম ঊষা, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হাসান বিপ্লব, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিবসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন।
এছাড়া বিকেল ৫টায় মুজিবনগর উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে উপজেলার দারিয়াপুর ফুটবলমাঠে ৩দিনব্যাপী ‘বিশুদ্ধ যাত্রাপালা’ উৎসব উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এ সময় মুজিবনগর উপজেলা শিল্পকলা একাডেমির আয়াজনে এবং মহাদেব হালদারের রচনা ও মনিরুজ্জামান টিটুর নির্দেশনায় ‘সিঁদুর দিয়ে কিলনাম’ যাত্রাপালা অনুষ্ঠিত হয়। ৩দিনব্যাপী এ যাত্রা উৎসব চলবে আগামীকাল সোমবার পর্যন্ত। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি উপজেলা নির্বাহী অফিসা মো. উসমান গনি, ওসি আব্দুল হাশেমসহ আয়োজন কমিটির সদস্যবৃন্দ।