আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনছার আলী ইন্তেকাল

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনছার আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭২) বছর। গতকাল বৃহস্পতিবার তিনি নিজবাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ২৩ জানুয়ারি বেলা ১২টার দিকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। আলমডাঙ্গা জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের দক্ষিণপাড়ার মৃত দুখি ম-লের ছেলে বীর মুক্তিযোদ্ধা আনছার আলী স্বাধীনতা যুদ্ধের আগে আনছার বাহিনীতে চাকরি করতেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেয়। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
চিকিৎসাধীন অবস্থায় নিজবাস ভবনে ইন্তেকাল করেন। বেলা ১২টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের পর বাদ জোহর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী, আলমডাঙ্গা থানার পুলিশ পুরিদর্শক প্রশাসন স্বপন কুমার দাস, সাবেক আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, এসআই রকি ম-ল, মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার, শ্রী বিমল দেব শর্মা, আব্দুর রহমান গজনবী, রিয়াজ উদ্দিন, ইলিয়াস রহমান, আহমেদ আলী, আবদার খাঁ, ফজলুল হক, আজিজুল হক প্রমুখ। তার মৃত্যুতে সকল মুুক্তিযোদ্ধাসহ সকল স্ততের মানুষ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।