দামুড়হুদায় মানসম্মত শিক্ষা শীর্ষক মতবিনিময়

দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় বাল্যবিয়ে প্রতিরোধ, মানসম্মত শিক্ষা, জঙ্গিদমন ও মাদকবিরোধী মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এলাকার সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, কাজী, ইমাম, ও জনপ্রতিনিধিদের সাথে ওই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সরকার এ দুটি বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এছাড়া বাল্যবিয়ে প্রতিরোধেও নতুন আইন করা হয়েছে। তাই সকলকে নিয়মনীতির মধ্যে থেকেই উন্নয়ন কার্যক্রম বাস্তায়ন করতে হবে। রূপকল্প-২০৪১ বাস্তবায়নে স্বচ্ছতার সাথে কাজ করার পাশাপাশি দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, মাদকের কারণে একটি পরিবার নিঃস্ব হয়ে যায়। যার প্রভাব সমাজের ওপর পড়ে। ফলে অন্যান্য অপরাধও বেড়ে যায়। দামুড়হুদা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে মাদকের ভয়াবহতা রয়েছে। তারপরও বলবো সরকারের কঠোর অবস্থানের কারণে মাদকের প্রবণতা কিছুটা হলেও কমেছে। তিনি জঙ্গি বিষয়ে পাকিস্তানের একটি ঘটনার উদাহারণ টেনে আরও বলেন, সুইসাইড স্কোয়াডের সদস্য হিসেবে উঠতি বয়সী যুবকদের বেছে নেয়া হয়। কারণ বোঝানো অনেকটাই সহজ। তাদের বলা হয় পরকালে ৭০টি করে হুর পাবে। সমস্ত সুখ, শান্তি ওই জগতে। পাকিস্তানে সুইসাইড স্কোয়াড থেকে বেঁচে যাওয়া এক যুবক মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার যখন জ্ঞান ফেরে তখন তার পাশে একজন নার্স ছিলেন। ওই যুবকের জ্ঞান ফিরতেই সে বললো তুমি একা কেন আর ৬৯ জন কোথায়। পরিবার পরিকল্যাণ পরিদর্শক আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন, জেলা পরিষদ সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরজাহান খাতুন, কাজী কুতুব উদ্দীন, ইউপি সচিব শামীম রেজা, ইউপি সদস্য আবু সাইদ, মুনছুর আলী, লুৎফর রহমান, কুতুব উদ্দীন, আলেফ খান প্রমুখ। তিনি এর আগে দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার খোঁজ খবর নেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা বড়দের সম্মান করবে, দেশকে ভালোবাসবে। সর্বোপরি একজন দেশপ্রেমিক সুনাগরিক হতে হবে। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজি শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক শরীফ উদ্দীন, ম্যানেজিং কমিটির সদস্য মুনছুর আলী মেম্বার প্রমুখ। এছাড়া তিনি দামুড়হুদা সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।