স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির ৩ বছর মেয়াদী কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত ৯টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠানে কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন ও সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু। গত বছরের নভেম্বর মাসে কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত ১৮ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হলেন মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, সহ-সভাপতি আশাবুল হক, হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন চপল, সহ-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ,সুমন পারভেজ, কোষাধ্যক্ষ জাইদুর রহমান, কার্যকরী সদস্য আব্দুল আজিজ, আনোয়ার হোসেন, খন্দকার শামীম, শ্রী-নিশিত চক্রবর্তী, তানভীর জামান, মিজানুর রহমান, শেখ শামীম, আতিকুর রহমান, সরোয়ার জামান, মেহেদী ইসলাম রাসেল ও জাহিদুর রহমান জাহিদ।
অভিষেক অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্যদের পক্ষে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া সমিতির প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা ও দোয়া পরিচালনা করা হয়।
শপথ গ্রহণ করার পর কমিটির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল বলেন, অতীতের ভুল-ত্রুটি শুধরে সকলকে সাথে নিয়ে সমিতির উন্নতিকল্পে কাজ করতে চাই। আমরা নেতা হতে চাই না। সকলের সেবক হতে চাই।