চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গিয়ে দুজনের তিক্ত অভিজ্ঞতাসহ হয়রানির আশঙ্কাযুক্ত অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য গিয়ে নানা অজুহাতে হরানির শিকার হয়েছেন। এ মর্মে অভিযোগ উত্থাপন করায় দুজনকে ঘরে সাময়িক আটকে রাখারও ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলে বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা পেয়ে হয়রানিমুক্ত পরিবেশে পাসপোর্ট করে দেয়ার ব্যবস্থা জানিয়েছেন। এরপরও অভিযোগ উত্থাপনকারী দুজনের মধ্যে একজনের আঙ্গুলের ছাপ নিয়ে অপরজনের তা না নিয়ে একদিন পরে আসতে বলা হয়েছে। এ কারণে অভিযোগ উত্থাপনকারীরা আবারও হয়রানীর আশঙ্কায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশু দৃষ্টি কামনা করেছেন।
অভিযোগকারীরা বলেছেন, ‘আমরা আলমডাঙ্গা উপজেলার পোলবাগুন্দার সেলিম রেজা ও মনিরুল ইসলাম বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছি। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে গেলে অফিসের কম্পিউটার অপরেটর কাম একাউন্টেন পরিচয়দানারী একজন নানা অজুহাতে আমাদের ফর্ম ছিড়ে ফেলেন। পরে বিষয়টি অভিযোগ আকারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করি। কাগজপত্র দেখে আবারও পাসপোর্ট অফিসে গেলে অভিযোগ কেনো করেছি তা জানতে চেয়ে অফিসে আটকে রাখা হয়। পরে বিষয়টি জানানো হয় পুলিশে। সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোনো রকমের হয়রানী ছাড়াই পাসপোর্ট করে দেয়ার জন্য পাসপোর্ট অফিসের কর্মকর্তাকে জানান। এরপর হাতের ছাপ নেয়ার কাজ শুরু করা হয়। একজনের নিলেও অপরজনেরটা না নিয়ে আগামীদিন আসার জন্য বলা হয়। ফলে আমরা আবারও আশঙ্কা করছি আমাদের হয়রানী করা হতে পারে। ফলে পত্রিকায় অভিযোগের মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি।’