চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় চাঁদমারি মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান, চুয়াডাঙ্গা সদর, উপজেলা শিক্ষা অফিসার, উত্তম কুমার কু-, আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার, শামসুর জোহা, দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার, সাকী সালাম ও জীবননগর উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষকবৃন্দ।
উদ্বোধন পর্বে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। প্রতিযোগীদের ক্রীড়া শপথ করান কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন। এর আগে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াহেদ হোসেন। গীতাপাঠ করেন ধুতুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার গোম্বামী। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৩০টি ইভেন্টে উপজেলা পর্যায়ে নির্বাচিত ১২০জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।