দুর্বল জাপানকে হারিয়ে সুপার লিগে ভারত

মাথাভাঙ্গা মনিটর: জাপানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘এ’ গ্রুপ থেকে সবার আগে সুপার লিগের খেলা নিশ্চিত করলো ভারত। এর আগে তারা শ্রীলংকাকে ৯০ রানে পরাজিত করেছিলো। গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মানগুনজ ওভালে টস জিতে জাপানকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। প্রথমে ব্যাটিংয়ে নেমে রবি বিশ্বনাইয়ের স্পিন আর কার্তিক ত্যাগীর গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ২২.৫ ওভারে ৪১ রানে অলআউট হয় জাপান। দলটির কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। শুধু তাই নয়, ১১ জন ব্যাটসম্যানের মধ্যে ৫ জন রানের খাতা খুলার সুযোগ পাননি। বাকি পাঁচ ব্যাটসম্যান মিলে করেন মাত্র ২২ রান। অতিরিক্ত থেকে আসে ১৯ রান। সব মিলে জাপানের সংগ্রহ দাঁড়ায় ৪১ রান। ভারতের হয়ে রবি বিশ্বনাই ৮ ওভারে মাত্র ৫ রানে শিকার করেন ৪ উইকেট। আর ১০ রানে ৩ উইকেট নেন কার্তিক। সহজ টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং তা-ব চালিয়ে মাত্র ৪.৫ ওভার খেলে দলের জয় নিশ্চিত করেন ভারতীয় দুই ওপেনার জয়সওয়াল ও কুমার কুশাগ্রা। ২৯ ও ১৩ রানে অপরাজিত ছিলেন জয়সওয়াল ও কুশাগ্রা। গতকাল মঙ্গলবার দিনের আরেক ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে সুপার লিগে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। আগের দিন সোমবার ইংল্যান্ডকে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে সুপার লিগ নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।