মাথাভাঙ্গা মনিটর: চলতি মাসের শেষদিকে পাকিস্তানে বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে কি না-বুধবার কিংবা বৃহস্পতিবারের মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে। গতকাল বুধবার পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। দুদেশের ক্রিকেট বোর্ড প্রধান একে অপরের সঙ্গে টেলিফোনে এ বিষয়ে কথা বলেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। পাকিস্তানে দুদেশের টেস্ট সিরিজের দোলাচল নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলেছেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। এসময় পাপন তাকে ইতিবাচক সাড়া দিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওই বিশ্বস্ত সূত্রটি জানিয়েছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে সেদেশে সফরের বিষয়ে আশ্বস্ত করেছেন পাপন। দুজনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। পাপন বাংলাদেশ ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে কথা বলে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পিসিবি প্রধানকে জানাবেন। সূত্র জানায়, মানি ও পাপনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। সিরিজটি হওয়ার সম্ভাবনা মাঝপথে রয়েছে। অর্থাৎ এটি হতে পারে। নির্ধারিত সূচি অনুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারিতে ২ ম্যাচ টেস্ট এবং ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে বাংলাদেশ দল পাঠাতে বিসিবিকে অনুরোধ করেছে পিসিবি। আগেই জানা গেছে, সেখানে শুধু টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ। তবে পাক ডেরায় টেস্ট খেলতে চায় না অধিকাংশ টাইগার ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। নিরাপত্তা শংকায় দীর্ঘ সময় পাকিস্তানে থাকতে চায় না তারা। যদিও দেশটিতে যেতে আপত্তি নেই বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর। সম্প্রতি বিসিবি-পিসিবির সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। বাংলাদেশ সবশেষ পাকিস্তান সফর করে ২০০৮ সালে।