স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দর্শক মাতাতে ঢাকায় পৌঁছেছেন ব্যাটিং দানব ক্রিস গেইল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফেইসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম এরই মধ্যে সেরা চার নিশ্চিত করলেও গ্রুপ পর্বে এখনও তাদের দুটি ম্যাচ বাকি রয়েছে। বঙ্গবন্ধু বিপিএলে ক্রিস গেইলের অংশগ্রহন নিয়ে আশঙ্কার তৈরি হলেও শেষ পর্যন্ত গেইলের সাথে আলোচনা করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ জানায়, বিপিএলের শেষের দিকে আসছেন গেইল। তবে নির্দিষ্ট করে কোন তারিখ তারা জানাতে পারেননি। পরে ক্রিস গেইল টুইটারে জানান, ‘বাংলাদেশের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। বাংলাদেশি আতিথেয়তায় আমি মুগ্ধ। আমি আসছি বিপিএল মাতাতে।’ অবশেষে বাংলাদেশে আসলেন গেইল। মঙ্গলবার (৭ জানুয়ারি) মিরপুরে সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহী রয়্যালসের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচেই হয়তো মাঠ কাঁপাতে দেখা যাবে এই ব্যাটিং দানবকে। ১১ জানুয়ারি আবারও মুখোমুখি হবে এ দু’দল।