যুব বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসর বসছে দক্ষিণ আফ্রিকায়। বাংলাদেশ যুব দল এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে। যুবাদের সবচেয়ে বড় এই ক্রিকেট মঞ্চে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার শরিফুদৌলাহ ইবনে সৈকত ও মাসুদুর রহমান মুকুল। এই প্রথম আইসিসির কোনো আসরে বাংলাদেশের দু’জন আম্পায়ার ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন। আজই তাদের দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। যুব বিশ্বকাপের প্রথম রাউন্ডে মুকুল, সৈকত দু’জনই পাঁচটি করে ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ১২ জানুয়ারি পাকিস্তান-নাইজেরিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপে আম্পায়ারিং শুরু করবেন সৈকত। ১৩ জানুয়ারি জাপান-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবেন মুকুল। বিশ্ব ক্রিকেটে নিজেদের সমীহ জাগানিয়া দল হিসেবে প্রতিষ্ঠিত করলেও আম্পায়ারিংয়ের দিক থেকে এখনও বেশ পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের আম্পায়াররা।