চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির ভবনে চুরির সময় আটক ২

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নতুন ভবনে চুরির সময় সাব্বির ও রুবেল নামের দু’চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভবনের তৃতীয়তলা থেকে চুরি করে পালানোর সময় হাতেনাতে আটক করে আইনজীবীরা। পরে গতকালই আটককৃত দুজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নতুন ভবনের তৃতীয় তলায় অভিনব কায়দায় ঢোকে পৌর এলাকার পৌর কলেজপাড়ার আব্দুল মান্নানের ছেলে সাব্বির হোসেন (২৩) ও বাগানপাড়ার চান মিয়ার ছেলে রুবেল (২২)। সেখানে থাকা লোহার দরজা (যার আনূমানিক মূল্য ৫০ হাজার টাকা) চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদেরকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে উত্তমমধ্যম শেষে পুলিশে সোপর্দ করা হয়। গতকালই অ্যাড. আবুল বাসার বাদী হয়ে তাদেরকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। আজ শুক্রবার সাব্বির ও রুবেলকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ। উল্লেখ্য রুবেল এর আগেও দুবার চুরির সময় হাতেনাতে আটক হয়।