মহেশপুর প্রতিনিধি: মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে শিশুসহ ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/১৮-হতে ৮শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে একজন পুরুষ, একজন নারী ও ৪জন শিশু।
মহেশপুর খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান জানান, তারা দীর্ঘদিন ধরে কাজের সন্ধানে ভারতে যান। সেখান থেকে তারা চাপের মুখে বাধ্য হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা। আটককৃত ৬জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারত থেকে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তবে আটককৃতরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেনে ওই কর্মকর্তা। এ নিয়ে ৫৮ ব্যাটালিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট ২৪৮ জনকে আটক করা হয়েছে।