শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে এক কাতারে আসতে হবে
দামুড়হুদা ব্যুরো: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ওই ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে সম্মেলনের শুভসূচনা করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্বে করেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম।
দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা অ্যাড. আবু তালেবের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সহসভাপতি খোস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদুজ্জামান বিশ্বাস লিটু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজি সহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এসএএম জাকারিয়া আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন। সম্মেলনের উদ্বোধক ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু।
এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, অর্থ বিষয়ক সম্পাদক আতিয়ার রহমান হাবু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য জাফর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মমিন মাস্টার, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, আ.লীগ নেতা হাজি হেদায়েতুল ইসলাম, হাজি আমজাদ হোসেন, আক্তারুজ্জামান, আব্দুর রাজ্জাক মাস্টার, মতিয়ার রহমান মতি, সেলিম উদ্দীন বগা, জুনাব আলী, আবুল হাশেম মেম্বার, শমশের আলী, শামসুল ইসলাম, সাইদ মেম্বার, মুনছুর মেম্বার, দামুড়হুদা ১নং ওয়ার্ড সভাপতি মোজাফ্ফর মেম্বার, সাধারণ সম্পাদক মিঠু, ২নং ওয়ার্ড সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ৩নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি সোবহান ম-ল, সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, ৫নং ওয়ার্ড সভাপতি ডা. আবুল কাশেম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মেম্বার, ৬নং ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কায়জার আলী, ৭নং ওয়ার্ড সভাপতি সুলতান, সাধারণ সম্পাদক টোকন, ৮নং ওয়ার্ড সভাপতি কলিম উদ্দীন, সাধারণ সম্পাদক ইব্রাহিম মেম্বার, ৯নং ওয়ার্ড সভাপতি হুরমত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, দামুড়হুদা ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল হালিম ভুট্টু, সাধারণ সম্পাদক সাহেব আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজি আলী আজগার টগর বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন। তিনি বাংলাদশকে একটি সুখি-সম্মৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তারই নিরলস প্রচেষ্টায় এদেশ বর্তমানে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই এদেশকে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ে তুলবো। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে ব্যাহত করতে হলি আর্টিজানে হামলা করা হয়েছিলো। জননেত্রী শেখ হাসিনা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। তাই দলের স্বার্থে, দেশের স্বার্থে ভেদাভেদ ভুলে সকলকে এক কাতারে এসে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, দলে অনেক ত্যাগী নেতাকর্মী আছে। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। তবে প্রতিহিংসা পরিহার করতে হবে। পদ নিয়ে বসে থাকলে হবে না। সাংগঠনিক কাজ করতে হবে।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। পরে ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে সভাপতি এবং জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, আ.লীগ নেতা মতি, জসিম উদ্দীন, আবুল হাশেম, জুনাব আলী, বকুল, নুরনবী, হাবিব, রকিবুল, রাকিব, সোহেল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা অ্যাড. আবু তালেব।