ব্রুকসের সেঞ্চুরি ও কর্নওয়ালের ১০ উইকেটে হারের মুখে আফগানিস্তান

স্টাফ রিপোর্টার: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে প্রায় একাই টানলেন শামার ব্রুকস। দ্বিতীয় ইনিংসেও প্রতিপক্ষের স্পিনে খেই হারালেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা রাকিম কর্নওয়ালের দশ উইকেটে জয়ের খুব কাছে পৌঁছে গেছে ক্যারিবিয়ানরা। প্রথম দিনের মতো লক্ষ্ণৌ টেস্টের দ্বিতীয় দিনেও রাজত্ব করলেন স্পিনাররা। সারা দিনে উইকেট পড়লো ১৫টি। অভিষেকে পাঁচ উইকেট তুলে নিলেন আফগানিস্তানের বাঁহাতি স্পিনার আমির হামজা। ম্যাচে ১০ উইকেট পাওয়া কর্নওয়ালের সামনে স্পিনার হিসেবে টেস্টে দেশের হয়ে সেরা বোলিং রেকর্ডের হাতছানি। ম্যাচে ১১ উইকেট পাওয়ার কীর্তি আছে তিন ক্যারিবিয়ান স্পিনার সনি রামাধিন, ল্যান্স গিবস ও আলফ ভ্যালেন্টাইনের। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান নিয়ে দিন শেষ করেছে আফগানরা। ২ রানে অপরাজিত আছেন কিপার-ব্যাটসম্যান আফসার জাজাই। প্রথম ইনিংসে ২৭৭ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৯ রানে এগিয়ে আছে তারা। ২ উইকেটে ৬৮ রান নিয়ে বৃহস্পতিবার দিন শুরু করা ক্যারিবিয়ানরা সকালের প্রথম ঘণ্টায় হারায় আরও দুই উইকেট। ৫৫ রান করে হামজার বলে আউট হয়ে যান ওপেনার জন ক্যাম্পবেল। রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন শিমরন হেটমায়ার।
ইনিংস লম্বা করতে পারেননি রোস্টন চেইসও। ৫৯ রানে ব্রুকসকেও ফেরাতে পারতো আফগানিস্তান। রশিদ খানের বলে ডানহাতি ব্যাটসম্যানের ক্যাচ ছাড়েন উইকেটকিপার জাজাই। ষষ্ঠ উইকেটে শেন ডাওরিচকে নিয়ে প্রতিরোধ গড়েন ব্রুকস। ৪২ রান করে ডাওরিচ এলবিডব্লিউ হয়ে গেলে ভাঙে ৭৪ রানের জুটি। প্রতিপক্ষ অধিনায়ক জেসন হোল্ডারকে অল্পে থামান হামজা। ১৪টি চার ও ১ ছক্কায় ১৯৮ বলে সেঞ্চুরি তুলে নেন ব্রুকস। সেঞ্চুরির পর অবশ্য আর বেশি দূর এগোতে পারেননি। ১১১ রান করে বোল্ড হয়ে যান হামজার বলে। তার আউটের পর বেশি দূর এগোয়নি দলের সংগ্রহও।
৭৪ রানে ৫ উইকেট নেন হামজা। ১১৪ রানে ৩ উইকেট রশিদের। দ্বিতীয় ইনিংসে আফগানদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও জাভেদ আহমাদি। নির্বিঘেø কাটিয়ে দেন ১৮ ওভার। প্রথম ইনিংসের মতোই জুটিতে ভাঙন ধরান কর্নওয়াল। ফিরিয়ে দেন ২৩ রান করা ইব্রাহিমকে। সেই ধসের শুরু। ৬ রানের মধ্যে ৪ উইকেট হারায় আফগানরা। পঞ্চম উইকেটে ৩৭ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়েন আহমাদি ও নাসির জামাল। শেষ বিকেলে ৩ ওভারে মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট নিয়ে আফগানদের খাদের কিনারায় ঠেলে দেন চেইস।