হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া থেকে ৩২৬ বোতল ফেনসিডিলসহ সহোদর ২ মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বিশেষ কৌশলে আলমসাধুর বডির ভেতর লুকিয়ে ফেনসিডিলের চালান নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে হাটবোয়ালিয়া বাজারে আলমসাধুসহ এক মাদকব্যবসায়ীকে আটক করে। পরে আলমসাধুর পাঠাতনের কাঠ খুলে ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, দর্শনা থেকে দামুড়হুদা হয়ে হাটবোয়ালিয়ায় এসে একটি আলমসাধু নষ্ট হয়ে যায়। চালকসহ ২ ব্যক্তি নষ্ট আলমসাধুটি হাটবোয়ালিয়া মিলবাজারে নিয়ে মেরামত করা শুরু করে। মেরামতের পরও স্ট্যার্ট না হলে উপস্থিত উৎসুক জনতা আলমসাধুতে লুকিয়ে কিছু রাখা আছে কি-না তা জানতে চান। সে সময় আলমসাধুর ২ ব্যক্তি কিছু নেই বলে জানালেও উপস্থিত উৎসুক জনতার চোখ যায় বিশেষভাবে বানানো আলমসাধুর পাঠাতনের দিকে। আলমসাধুর ওই ২ ব্যক্তির কথা অবিশ্বাস করেই তারা হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশে খবর দেয়। পুলিশকে জানানোর সময় ২ ব্যক্তির ১জন পালিয়ে যায়। পুলিশের উপস্থিত হয়ে অপরজনকে আটক করে আলমসাধু তল্লাশি করে। আলমসাধুতে বিশেষভাবে বানানো পাঠাতন খুললে সকলের চোখ ছানাবড়া হয়ে পড়ে। থরে থরে সাজানো ফেনসিডিল। বের করে গুণে দেখেন ৩শ ২৬ বোতল। আটক ব্যক্তি শামীমকে (৩২) জিজ্ঞাসা করে জানা যায়, সে চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের শাহাবুল হকের ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী। হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশের আইসি সাব ইন্সপেক্টর বজলুর রশিদ আটক মাদকব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ শুরু করলে মাদকব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। আটক মাদকব্যবসায়ী শামীম জানায়, দৌঁড়ে পালিয়ে যাওয়া ব্যক্তি তার সহোদর। তারা দুই ভাই মিলে এক সাথে মাদকব্যবসা করে। পরে পুলিশ কৌশলে শামীমের সহোদর ইয়াসিন ওরফে ছোটনকে আলমডাঙ্গা থেকে আটক করে। তারা দু’ভাই দর্শনা থেকে ফেনসিডিলের চালান আলমডাঙ্গায় নিয়ে যাচ্ছিলো বলে পুলিশের নিকট স্বীকার করে।