মেহেরপুর অফিস: মেহেরপুরের মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে কলেজ চত্বরে এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সহকারী অধ্যাপক রকিবুল হাসান রিপন। প্রধান অতিথি ছিলেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা কেএম ফজলুল করিম খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শাহীউদ্দীন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও স্কাউটস লিডার এসএম রফিকুল আলম বকুল।
সপ্তাহ ব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ৫৫টি পুরস্কার ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়। প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।