দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় চাষিদের কাছ থেকে সরাসরি আমন ধান ক্রয় (সংগ্রহ) করার লক্ষ্যে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করতে ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা সমবায় অফিসার অশোক কুমার বিশ্বাস, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি হাজি সহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) আব্দুল কাদির, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, উপজেলা খাদ্য পরিদর্শক দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ.দা.) রেজাউল ইসলাম, দর্শনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান, সহকারী উপ-খাদ্য পরিদর্শক শামসুল আলম চপলসহ এলাকার ধান চাষিরা।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন জানান, উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভায় ২৫টি ব্লকের তালিকাভূক্ত মোট ৪ হাজার ৭৫৩ জন ধান চাষির মধ্যে লটারির মাধ্যমে ১ হাজার ৬৪০ জন কৃষক নির্বাচন করা হয়। তিনি আরও জানান, একজন কৃষক ২৬ টাকা কেজি দরে সর্বোচ্চ ১৫ মন অর্থাৎ ৬শ’ কেজি ধান বিক্রি করতে পারবেন। তবে ধান হতে হবে শুকনো ও পরিষ্কার।