আলমডাঙ্গার জামজামিতে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠোন বৈঠক অনুষ্ঠিত

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি বাজারে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠোন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় আলমডাঙ্গার জামজামি ইউপি কমপ্লেক্স ভবন চত্বরে মেহেরপুর পল্লী বিদ্যুতের উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়। প্রধান অতিথি মেহেরপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী নূর মহাম্মদ বলেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন- যা বাস্তবায়নে আমরা এগিয়ে চলেছি। আজ গ্রাম বাংলা আলোয় আলোকিত। দৃশ্যমান উন্নয়নে আজ গ্রামগুলো প্রায় শহরে রুপ নিয়েছে। সভাপতিত্ব করেন জামজামি ইউনিয়ন আ.লীগের সভাপতি দিদার আলি মালিতা। বিশেষ অতিথি ছিলেন এলাকা পরিচালক (সচিব) মো. জিনারুল ইসলাম, মেহেরপুর পল্লী বিদ্যুতের এজিএম ফরহাদ হোসেন, আলমডাঙ্গা জোনাল অফিসের এজিএম মনির হোসেন, ইন্সপেক্টর রফিকুল আলম, মিটার টেস্টার জীবনান্দ দাস, ওইসি আবু হাসান, এলাকা প্রতিনিধি হিসাবে তরুন সমাজ সেবক পান্না চৌধুরী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।