মহেশপুর প্রতিনিধি: মহেশপুর ৫৮ বিজিবির পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা ও মোটরসাইকেলসহ একজন আটক করেছে। গত মঙ্গলবার রাতে ৫৮ বিজিবির অধিনস্থ মেদিনীপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে হরিহরনগর গ্রামের আম বাগানের ভেতর থেকে ১ হাজার ১৮৪ বোতল ফেনসিডিল, রাজাপুর বিওপির টহল দল শিংনগর বাঁশবাগানের ভেতর থেকে ৪৬ বোতল ফেনসিডিল, গয়েশপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে ১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে খোসালপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার নেপার মোড় থেকে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করে। একইদিনে বিকেলে ৫৮ বিজিবির অধিনস্থ জীবননগর বিওপির টহলদল অভিযান চালিয়ে জীবননগর মোকছেদ মার্কেটের সামনে থেকে ৯২ পিস ইয়াবা ও ১টি ডিসকভার মোটরসাইকেলসহ সোহাগকে আটক করে। আটককৃত সোহাগ মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামের টিকার উদ্দিনের ছেলে। এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।