আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর আন্দুলবাড়িয়া ক্রীড়া সংস্থা আয়োজিত প্রয়াত গোল রক্ষক মোল্লা সিরাজ উদ্দিন, প্রয়াত কাজি আব্দুল আজিজ, বিশিষ্ট ক্রীড়াবিদ প্রয়াত শিক্ষক শওকত আলী ও প্রয়াত আবুল কাশেম ম-ল ফোর স্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় বাজার ফুটবল মাঠে ওয়ালটন আন্দুলবাড়িয়া ইখতিয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ওয়ালটন শো রুমের সৌজন্য এ টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। ক্রীড়া সংস্থার সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার নবাগত ওসি সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ, শাহাপুর ক্যাম্পের টুআইসি এএসআই মঈন, বাজার কমিটির সাবেক সভাপতি মির্জা হাচিবুর রহমান পান্নু, সাংবাদিক নারায়ণ ভৌমিক। উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার আহবায়ক সাবেক ইউপি সদস্য শেখ সেলিম উদ্দিন, যুগ্মআহবায়ক শেখ আতিয়ার রহমান, ওয়ালটন আন্দুলবাড়িয়া শো-রুমের ব্যবস্থাপক মুন্সি রোকনুজ্জামান রোকন, ইউনিয়ন যুবলীগ নেতা শামসুজোহা ও হাফিজুর রহমান প্রমুখ। সেমিফাইনাল খেলার ১ম রাউন্ডে ধোপাখালী একাদশ বনাম আলমডাঙ্গা একাদশ অংশ গ্রহণ করে। দর্শক নন্দিত খেলায় আলমডাঙ্গা একাদশ ধোপাখালী একাদশকে ৩-১ গোলে পরাজিত করে আলমডাঙ্গা একাদশ জয়লাভ করে। খেলা পরিচালনা করেন মোল্লা মকছেদুর রহমান টিক্কা ও সহকারী ছিলেন, অনিক হাসান, শামীম হোসেন ও শিক্ষক মনোয়ার হোসেন। ধারাভাষ্যকর ছিলেন, হাফিজুর রহমান ইয়া খান ও রাশেদুল ইসলাম।