স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের অভিযান চালিয়ে গাঁজাসহ দুই গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের নিচের বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুজন হলেন চুয়াডাঙ্গা সাদেকআলী মল্লিকপাড়ার সিরাজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩৯) ও পলাশপাড়ার গোলাম সরকারের ছেলে জিল্লুর রহমান (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহর ফাঁড়ি পুলিশের এসআই ওহিদুল ইসলাম বিপিএম সঙ্গীয় ফোর্সসহ শহরের বড়বাজার এলাকায় অভিযান চালান। এসময় নিচের বাজার থেকে চুয়াডাঙ্গা সাদেকআলী মল্লিকপাড়ার সিরাজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন ও পলাশপাড়ার গোলাম সরকারের ছেলে জিল্লুর রহমানকে আটক করেন। দুজনের দেহতল্লাশি করে উদ্ধার করা হয় ১শ’ গ্রাম গাঁজা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়। আজ তাদের বিরুদ্ধে মামলাসহ আদালতে সোপর্দ করা হতে পারে বলে পুলিশ জানায়।