চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী দখল ও দূষণ বন্ধে এফডিজি আলোচনাসভা

স্টাফ রিপোর্টার: মাথাভাঙ্গা নদী দখল ও দূষণ বন্ধে এফডিজি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা মালোপাড়াস্থ ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ সেন্টারের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল হক মুন্সির সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শাহ্ আলম সনি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ডালিম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনা অঞ্চলের প্রতিনিধি মাহফুজুর রহমান মুকুল।
সভায় বক্তারা বলেন, আমাদের এ অঞ্চলের মাথাভাঙ্গা নদী না বাঁচলে এ অঞ্চলের মানুষও বাঁচবে না। তাই মাথাভাঙ্গা নদীকে বাঁচাতে সকলকেই সহযোগিতা করতে হবে। দেশে যে কয়টি সীমান্ত নদী আছে মাথাভাঙ্গা নদী এর অন্যতম।
সভায় চুয়াডাঙ্গা অধিকারকর্মী মেহেরাব্বিন সানভীর উপস্থাপনায় অন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন স্থানীয় পত্রিকার সহসম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবি জহির রায়হান, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব আলাউদ্দীন, প্রথম আলো বন্ধু সভা চুয়াডাঙ্গার সাবেক সভাপতি রনি আলম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংষ্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধিজন, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে, সভায় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলন। আজ বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মাথাভাঙ্গা নদী বাঁচাতে গণস্বাক্ষর অভিযানের উদ্বোধন করা হবে। সন্ধ্যায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময়সভা। বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদীর পাশে দৌলাতদিয়াড় প্রান্তে মানববন্ধন করা হবে। এদিন বিকেল ৫টায় স্থানীয় সকল পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময়সভা। রোববার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।