দামুড়হুদা অফিস: দামুড়হুদার দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর নক আউট পর্যায়ের ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার সময় দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণকারী দুটি দল প্রথমআর্ধে কোন গোল না করতে পারলেও ২য়আর্ধে দর্শনা ডিফেন্স ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে দামুড়হুদা একাদশ জয়লাভ করে। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, দর্শনা পৌর যুবলীগ নেতা সাইফুল ইসলাম, বেল্টু, মিঠু, আরিফ, হাবিব, দামুড়হুদা ফুটবল একাদশের ম্যানেজার শহিদ আজম সদু, দামুড়হুদা ফুটবল একাদশের কোচ জাকির হোসেন ও সহকারী কোচ আশাদুল হক প্রমুখ। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন লিপন, সহকারী রেফারি ছিলেন তরিকুল ইসলাম, খোকন। ধারাভাষ্য দেন লিটন।