চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুতস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

কার্পাসডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুতস্পৃষ্টে পলাশ আলী (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার কার্পাসডাঙ্গা কাস্টম মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ আলী একই উপজেলার সদাবরী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে কার্পাসডাঙ্গা কাস্টম মোড়ে স্যার ব্যবসায়ী হাসান আলীর বাড়িতে কাজ করছিলেন পলাশ। পরে ধুমপানের জন্য বাড়ির ছাদে ওঠেন তিনি। বাড়ির ছাদের পাশ দিয়ে রয়েছে মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির বিদ্যুত লাইন। এসময় অসাবধানতাবসত বিদ্যুতের তারে হাত দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত পলাশের মরদেহ বাড়িতে নেয়া হয়েছে। প্রস্তুতি চলছে দাফনের।