স্টাফ রিপোর্টার: টেস্টের পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও ঘরের মাঠে আফগানদের কাছে হেরেছে বাংলাদেশ। সেই লজ্জা থেকে বেরিয়ে আসতে দলে পরিবর্তন আনা হয়েছে। দলে নেয়া হয়েছে মোহাম্মদ নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লবকে। আর প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। দুই পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলামকেও দলে টানা হয়েছে। নেয়া হয়েছে অলরাউন্ডার আমিনুলকে। বাদ পড়াদের মধ্যে রয়েছেন সৌম্য সরকার। আর না খেলে বাদ পড়েছেন ইয়াসিন আরাফাত, মেহেদি হাসান এবং আবু হায়দার। সিরিজের চতুর্থ ম্যাচ হবে ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম। এ দিন বাংলাদেশ জিম্বাবুয়ের মুখোমুখি হবে। এরপর ২১ সেপ্টেম্বর আবারো আফগানদের বিপক্ষে লড়বে টাইগাররা। এর আগে গতকাল সোমবার মিরপুর স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ টি-টোয়েন্টি একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সাইফ উদ্দিন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।
চুয়াডাঙ্গা জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির পক্ষে
নবাগত পুলিশ সুপারকে জার্সি পরিয়ে সংবর্ধনা প্রদান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলামকে জার্সি পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ৪৮তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপারকে এ সংবর্ধনাসহ বিরচিত রিসিপশন দেয়া হয় সমিতির পক্ষে। বাংলাদেশ শারীরিক শিক্ষার শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রউফুনাহার রিনা ও সাধারণ সম্পাদক ইসলাম রকিব পুলিশ সুপারকে জার্সি ও ক্যাপ পরিয়ে দেন। এছাড়া একই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান ও জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তীকেও জার্সি উপহার দেয়া হয়। এ সময় জেলা সমিতির সকল শারীরিক শিক্ষার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দলে পরিবর্তনের ছড়াছড়ি
