দর্শনায় যুবলীগ কর্মী পল্টু হত্যা মামলার ৭ আসামি জেলহাজতে

দর্শনা অফিস: দর্শনায় যুবলীগ কর্মী পল্টু হত্যা মামলার এজাহারভুক্ত মান্নান ও তোতাসহ ৭ আসামির জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালতের বিচারক। অভিযুক্ত হত্যাকারীদের শাস্তির দাবিতে দর্শনায় আজ মানববন্ধন কর্মসূচি পালিত হবে। গত ২৩ আগস্ট শুক্রবার বিকেলে দর্শনা রেলগেট সংলগ্ন রুস্তমের হোটেলের সামনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর পশ্চিমপাড়ার আ. রউফের ছেলে যুবলীগ কর্মী নঈমুদ্দিন পল্টুকে। ২৪ আগস্ট নিহতের বড়ভাই দর্শনা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মঈনুদ্দিন আহমেদ মন্টু বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয় দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আলী হোসেন খানের ছেলে, দামুড়হুদা উপজেলা যুবলীগের সহসম্পাদক আ. মান্নান খান একইপাড়ার কবির খালাশির ছেলে, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, দর্শনা পুরাতন বাজারপাড়ার জিয়াউল হকের ছেলে যুবলীগ নেতা রাসেল রেজা দিপু, মোবারকপাড়ার আব্দুর রাজ্জাক কম্পাউন্ডারের ছেলে বাংলা, একই পাড়ার বাদল খানের ছেলে আলম, শামসুল হকের ছেলে সোহেল ও ইমারত হোসেনের ছেলে আশিকসহ অজ্ঞাত ৮-৯ জনকে। আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঈশ্বরচন্দ্রপুরবাসী দফায় দফায় প্রতিবাদসভা করেছে। সেই সাথে আন্দোলনের অংশ হিসেবে ঘোষণা দেয়া হয় মানববন্ধন কর্মসূচি। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে নানা কৌশল ও জাল বিস্তার করলেও সে জালে ধরা পড়েনি কেউ। অবশেষে গত ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে ১০ দিনের অন্তবর্তীকালীন জামিন পায় ৭ জনই। আগামি ১৯ সেপ্টেম্বর জামিনের শেষ দিন ছিলো। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে মামলার এজাহারভুক্ত ৭ আসামি। এ সময় আদালতের বিজ্ঞ বিচারক রবিউল ইসলাম জামিন না মঞ্জুর করে ৭ জনকেই জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার এসআই মহব্বত আলী ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেছেন, রিমান্ডের আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না বিজ্ঞ বিচারক কয়দিনের রিমান্ড মঞ্জুর করবেন। তবে, এ হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে। সব বিষয়ে নিখুঁতভাবে খতিয়ে দেখা হচ্ছে। কোনো দোষীই এ তদন্তে বাদ পড়ার কোনো সুযোগ নেই। পল্টু হত্যাকারীদের শাস্তির দাবিতে অটুট রয়েছে ঈশ্বরচন্দ্রপুরবাসী। ফলে হত্যাকা-ের পর থেকে চারবার প্রতিবাদসভা করেছে তারা। সর্বশেষ প্রতিবাদসভা থেকে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে দর্শনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে। সে লক্ষ্যে গত দুদিন ধরে মাইকিং করা হচ্ছে।