স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নবগঙ্গা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার ঘোড়ামারা ব্রিজের সমানে এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয় এর অধীনে ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী,খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ৭ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নবগঙ্গা নদীর পুনঃখনন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের জি.কে সেচ প্রকল্পের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদ হাসান, চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার ফরহাদ হোসেন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল ইসলাম খান, চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম, ঠিকাদার মোজাহাদুর রহমান লোটস, স্বাধীন অধিকারী, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক প্রমুখ। পরে তালতলা শ্মশানপাড়ায় খাজা শাহ্ সূফী সদর উদ্দিন আহমদ চিশতি সদর মঞ্জিল শরীফ প্রাঙ্গনে আলোচনাসভার আয়োজন করা হয়।