মেহেরপুরের জোড়া খুনের ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে জোড়া খুনের ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে। নিহত রোকনুজ্জামানের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার দুপুরে দুটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজন লাশ নিয়ে দরবেশপুর এলে সেখানে স্বজনদের আহজারি শোকাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়। ঐ দিন বাদ আসর জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।
নিহতদের পারিবারিকসূত্রে জানা যায়, ময়নাতদন্ত, জানাজা ও দাফনকরণের কারণে মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে।
উল্লেখ্য গত বুধবার দিনগত রাতে প্রতিদিনের ন্যায় রোকনুজ্জামান ও হাসান তাদের ইজারা নেয়া শোলমারী বিলে পাহারাদারদের খোঁজ খবর নিতে যায়। তারা বিলের অস্থায়ী পাহারা ঘরে বসে ছিলো। এসময় ১০-১২ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাদের দুজনের উপর হামলা করে। তারপর তাদের হাত পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলার পিছন দিকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।