ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবি সমিতি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে দলটির জেলা, উপজেলাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। কর্মসূচি চলাকালে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব অ্যাড. এম এ মজিদ, বিএনপি নেতা আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, মুন্সী কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, এনামুল হক মুকুল, আশরাফুল ইসলাম পিন্টু, জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করেন।
ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির মানববন্ধন
