স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনায় শিবিরকর্মী কলেজছাত্র রফিকুল ইসলাম হত্যা মামলায় জামায়াতের ১৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল বৃহস্পতিবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দামুড়হুদার আমলি আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আত্মসমর্পণকারীরা হলেন, জামায়াত নেতা সাজ্জাদ হোসেন, নুর হোসেন, তাহের আলী, মোরাদ আলী, ফরিদ আলী, মেহেদী হাসান, রফিকুল ইসলাম, হোসেন আলী, জয়নাল হক, কাউসার আলী, রমজান আলী, আনারুল হক, আজগার আলী, শমশের আলী, মাসুদ রানা, আক্তারুজ্জামান ও কামাল হোসেন।
পুলিশ ও আদালতসূত্রে জানা যায়, ২০১৩ সালের ১০ অক্টোবর চুয়াডাঙ্গার দর্শনায় গুলিবিদ্ধ হয়ে শিবিরকর্মী চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম নিহত হয়। পরদিন দামুড়হুদা মডেল থানার এসআই বিএম আফজাল হোসেন বাদী হয়ে ৩শ’ থেকে সাড়ে ৩শ’ জামায়াত ও শিবিরের নেতাকর্মীকে আসামি করে মামলা করেন। ওই মামলার ওয়ারেন্টভুক্ত জামায়াতের ১৭ নেতাকর্মী গতকাল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন।