বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাকীবিল্লাহ কামিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণ গতকাল বুধবার ১০টায় মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল জলিল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কুতুবপুর ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ রেজাউল করীম। বিশেষ অতিথি ছিলেন হাজি বদর উদ্দিন আহমেদ, ওয়াকফ এস্ট্রেট, মোতাওয়াল্লী মো. শাওকাত হাসান ও কুতুবপুর ইউপি সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার হেড মুহাদ্দিস ড. রুহুল আমিন, অভিভাবক সদস্য মাওলানা দাউদ হোসাইন ও আল আমিন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আজকের বাংলাদেশকে উন্নয়নের সূচক হলো শিক্ষা। তাই সুস্থ দেহের জন্য প্রয়োজন শরীর চর্চা ও খেলাধুলা। কাজেই সুন্দর মনের আলোকিত মানুষ হয়ে গড়ে ওঠার জন্য সকল শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চা, সাংস্কৃতিক ও খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার সহকারী শিক্ষক মো. আব্দুল জব্বার ও সহিদুল ইসলাম।