চুয়াডাঙ্গার গহেরপুরে কাজের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

?

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের গহেরপুরে মঙ্গলবার ও বুধবার দু’দিনব্যাপী পাববসের অস্থায়ী কার্যালয়ে চুয়াডাঙ্গা এলজিইডি’র আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের টেকসই ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় পাববসের নারী ও পুরুষ সদস্যদের আয় বৃদ্ধিমূলক কাজের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কামরিয়া-পাকশিয়া বিল উপ-প্রকল্প (পাববস) ব্যাবস্থাপক আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন সোসিওলজিষ্ট মফিজ উদ্দিন, চুয়াডাঙ্গা সদর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা হারন অর রশিদ, পানিসম্পদ কর্মকর্তা শামীম রেজা, কৃষি সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠনটি পরিচালনা করেন এলজিইডি কার্যসহকারী শাহিন আলম। প্রশিক্ষণে সমিতির ১০ জন নারী ও ১০ জন পুরুষ সদস্যকে হাতে কলেমে প্রাণী এবং শাক সবজি চাষের ওপর হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।