জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিবাদকারী ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এক বখাটে। এ ঘটনায় ওই বখাটেকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় প্রতিবাদের ঝড় উঠেছে।
জানা গেছে, উপজেলার উথলী ডিগ্রি কলেজের প্রথমবর্ষের এক ছাত্রী কলেজে আসার পথে এবং কলেজ থেকে বাড়ি ফেরার পথে উথলী গ্র্রামের কটার ছেলে একই কলেজের ছাত্র বখাটে আলামিন হোসেন (২৫) নিয়মিত তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলো। এর এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে কলেজ ছুটি হবার পর ছাত্রীটিকে একা পেয়ে বখাটে আলামিন জোরপূর্বক শ্লীলতাহানি করার অপচেষ্টা করে। এ সময় ওই ছাত্রী এর প্রতিবাদ করলে বখাটে আলামিল তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং বিষয়টি পরবর্তীতে কাউকে না জানানোর জন্য হুমকিও দেয়। পরবর্তীতে রোববার দুপুরে ওই ছাত্রীর পিতা বখাটের বিরুদ্ধে কলেজের অধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেন বলেন, মেয়েটির পিতা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আগামীকাল (আজ সোমবার) এর বিচার করা হবে।