চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠ মাঠে ১৪ দলের সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে
ডিঙ্গেদহ প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেছেন, খালেদা জিয়া সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিশ্বের মধ্যে পরিচিত ছিলো। এতিমদের টাকা মেরে খাওয়ার মামলায় খালেদা জিয়া ও তার ছেলে তারেকের জেল হয়েছে। বিএনপি জামায়াত জোট সরকারের সময় কৃষকদের লাইন ধরে তেল সার কিনতে হতো। পুলিশের গুলি খেয়ে জীবন দিতে হয়েছে কৃষকদের। বিএনপি-জামায়াত জোট গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দলের লোকদের আ.লীগে ঢুকিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা যেনো দলের মধ্যে না ঢুকতে পারে সে বিষয়ে সকল নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। তিনি গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে ১৪ দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দেশের মানুষের মুখে হাসি ফোটানো। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করে ও অসমাপ্ত কাজকে সমাপ্ত করে চলেছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন নি¤œ আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশে এগিয়ে যাচ্ছে। সৎ, নির্ভিক নেতা হিসেবে শেখ হাসিনা বিশ্বের মধ্যে স্বীকৃতি লাভ করেছেন। যারা রাস্তায় ১০টি লোক বের করতে পারে না তারা আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখায়। পুলিশ না-কি তাদের আন্দোলন করতে দেয় না। তাদের সময় আওয়ামী লীগ তথা ১৪ দলের নেতা-কর্মীরা পুলিশের নির্যাতন উপেক্ষা করে আন্দোলন করেছে। আন্দোলন করতে হলে মাঠে ময়দানে রাজপথে কর্মীদের সাথে থাকতে হয়। এসি রুম বা এসি গাড়িতে বসে আন্দোলন হয় না।
জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বিএনপি-জামায়াত জোটের উদ্দেশ্যে আরও বলেন, ১৪ দলকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু। চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, নাসির উদ্দিন পেদু, নজরুল মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জাসদ (ইনু) সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ওমর, জেলা জাসদ (আম্বিয়া) সাধারণ সম্পাদক সামসুল আলম, ওয়ার্কাস পার্টির জেলা কমিটির সদস্য মামুন অর রশিদ, কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য মর্জিনা পারভীন, জেলা মহিলা লীগের সভানেত্রী কোহিনুর বেগম, সদর উপজেলা জাসদের সভাপতি আবুল হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক ডা: শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য শাখাওয়াত হোসেন টাইগার, আশাদুল হক আশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আবু সুফিয়ান বিল্লাল, শেফালী খাতুন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক, সদর যুবলীগের আহ্বায়ক আমির হোসেন প্রমুখ।