আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম-আহবায়ক চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হাসান খান বাবু বলেছেন, যেনো তেনোভাবে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা চাই অবাধ ও নিরেপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে। ১৪ সাল মার্কা নির্বাচন আমরা চাই না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এদেশে আওয়ামী বাকশালী কায়দায় আর কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। গতকাল রোববার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ আন্দুলবাড়ীয়াস্থ বাসভবনে সাক্ষাত করতে এলে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজামাানের সভাপতিত্বে তিনি আরও বলেন, আপনারা সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে বাড়ি বাড়ি গিয়ে বিএনপির দুর্গ গড়ে তুলুন। আপনারা পারেন দুর্বার গণ-আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশ আসছে। আগামীতে আপনারা আন্দোলন, সংগ্রামের জন্য প্রস্তুত থাকুন। তিনি রোজার আগে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ করার ঘোষণা দেন। এ সময় দামুড়হুদা উপজেলা বিএনপির সেক্রেটারি রফিকুল হাসান তনু, সহ-সভাপতি মোকাররম হোসেন, যুবদল নেতা মাহাবুবুর রহমান বাবু, দামুড়হুদা উপজেলা মহিলাদলের সভানেত্রী ছালমা জাহান পারুল, সাধারণ সম্পাদিকা ছালেহা খাতুন, লায়লা আক্তার বেবী, কোহিনুর খাতুন, ইসমত আরা খাতুন, চম্পা খাতুন, বুলুফা খাতুন, লাবনী খাতুন, বেদনা খাতুন, বন্যা খাতুনসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি দামুড়হুদা, জীবননগর, বেগমপুর, তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন।