গাংনীর হেমায়েতপুরে স্ত্রীর পরকিয়ায় স্বামীর আত্মহত্যার চেষ্টা

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার হেমায়েতপুরে স্ত্রীকে ঘর থেকে বের করার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে স্বামী। একই গ্রামের আনারুল ইসলাম নামের এক যুবকের সাথে পরকীয়া সম্পর্কের অভিযোগে শুক্রবার স্ত্রীকে বাড়ির থেকে বের করে দেন স্বামী। স্ত্রীকে ঘরে তুলে নিতে আনারুল ও তার লোকজনের পক্ষ থেকে হুমকির কারণে বিষপানের ঘটনা বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হেমায়েতপুর গ্রামের আলম বিশ^াসের ছেলে আনারুল ইসলামের সাথে দুই সন্তানের জননীর পরকীয়া প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। দু’জনের মেলামেশার বিষয়টি নজরে পড়ে গৃহবধুর শ^শুরের। বিষয়টি স্বামীর কান পর্যন্ত পৌঁছুলে স্ত্রীকে শুক্রবার বাড়ি থেকে বের করে দেন। পরকীয়ার প্রেম ও অনৈতিক সম্পর্কের অভিযোগে গ্রামজুড়ে সমালোচনা ও মুখরোচক গল্পের ঝড় ওঠে। লোকলজ্জার ভয়ে লোকজনের সামনে আসেননি স্বামী। শনিবার ভোরে নিজ বাড়িতে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। তবে পরিবারের লোকজন টের পেয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসায় সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। তবে স্বামীর বিষপানের খবর পেয়ে স্ত্রী বাড়িতে ফিরে এসেছেন।
স্ত্রীর পরকীয়ার প্রেমিক আনারুল গ্রামের প্রভাবশালী। স্ত্রীকে ঘরে তুলে নিতে স্বামীকে দেয়া হচ্ছে চাপ। পরকীয়ায় সম্পর্কের বিষয়টিও অস্বীকার করছে আনারুল ও তার পক্ষের লোকজন। এসব বিষয় নিয়ে ওই নারীর স্বামী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে গ্রামজুড়ে কানাকানি হচ্ছে।