চুয়াডাঙ্গার ভুলটিয়াসহ আশপাশ এলাকায় শ্লীলতাহানি ধর্ষণেরমত অভিযোগ তুলে মাঝে মাঝেই সালিস

বিধবা নারীর ঘরে ঢুকার অভিযোগে ছমিরকে জরিমানা : টাকা না পেয়ে মামলা
বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভুলটিয়াসহ আশপাশ এলাকায় ধর্ষণ বা শ্লীলতাহানির অভিযোগ তুলে সালিস-বৈঠক করেন। এই সালিস করে থাকে স্থানীয় মাতুব্বাররা। গত ৮ এপ্রিল ভুলটিয়া গ্রামের ছমিরের বিরুদ্ধে বিধবা নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আর এই অভিযোগে সালিস-বৈঠক করেছে স্থানীয় মাতুব্বাররা। সালিস বৈঠক না মানাই শেষ পর্যন্ত ওই নারী চুয়াডাঙ্গা আমলী আদালতে মামলা করেছে বলে গুঞ্জন উঠেছে। তবে মামলা হয়েছে কিনা সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৮এপ্রিল রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রামের ওপারপাড়ার এক বিধবা নারীর ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানি করে একই গ্রামের শাহাদতের ছেলে ছমির আলি। এমন অভিযোগ তুলে পরেরদিন ৯ এপ্রিল গ্রামের মাতুব্বাররা স্থানীয়ভাবে সালিস করে। সালিসে ছমির আলীকে ২০ হাজার টাকা জরিমানা করে। একই সাথে টাকা ৭ দিনের মধ্যে ওই বিধবা নারীকে দেয়ার জন্য বলে। ভুলটিয়া গ্রামের আ.লীগ নেতা বাবুল জোয়ার্দ্দার জানান, ছমির টাকা না দেয়ায় তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে চুয়াডাঙ্গা আমলী আদালতে মামলা করেছেন ওই নারী।
এদিকে ভুলটিয়াসহ আশপাশ গ্রামে শ্লীলতাহানি বা ধর্ষণেরমত অভিযোগ তুলে স্থানীয় মাতুব্বাররা মাঝে মাঝেই সালিস করেন। সচেতমহলের প্রশ্ন ওই এলাকার মানুষের সচেতনতার অভাব নাকি তারা আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখান? বিষয়টির দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিবে বলে সচেতমহলের প্রত্যাশা।