চুয়াডাঙ্গা সদর বেগমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় বিএনপি নেতা তরফদার টিপু

দেশ ও দলের স্বার্থে তৃণমূল বিএনপিকে সু-সংগঠিত হতে হবে
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গতকাল শুক্রবার দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াডাঙ্গা জেলা কমিটির সদস্য দলীয় মনোনয় প্রাত্যাশী প্রার্থী হাজি ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান তরফদার টিপু। এসময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাটি মানুষের দল। সে দলটিকে ধ্বংস করতে বর্তমান সরকার দলের নেতাকর্মীদের নির্যাতন, হামলা, মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। গত নির্বাচনের ন্যায় এবারও ভোটার বিহীন নির্বাচনে ক্ষমতায় যাওয়ার নীল নঁকশা করেছে। তাই তো দলের চেয়ারপারসনকে মিথ্যা মামলায় জেলে আটকে রেখেছে। তবে সরকারের সে আসা কোনো দিনও পূরণ হতে দেবে না বিএনপি। তৃণমূল পর্যায়ের হতাশাগ্রস্ত নেতাকর্মীদের এ জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এর জন্য নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে যেতে হবে। নিজেদের মধ্যকার কাদাছোড়া ছোড়াছুড়ি জিয়ে রেখে প্রতিপক্ষরা যেন সুবিধা লুটতে না পারে সে দিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। ব্যক্তি নয় ধানের শীষের পক্ষ নিয়ে মাঠে যেই আসবে যদি বিএনপিকে ভালোবেসে থাকেন তাহলে কোনো বিরোধিতা চলবে না। দেশের জন্য দলের জন্য নেত্রীর জন্য জাগ্রত হতে হবে।
এসময় সফর সঙ্গী হিসেবে তরফদার টিপুর সাথে ছিলেন সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, বিএনপি নেতা আব্দুর রহিম বাদশা, আব্দার আলী নওশাদ জিল্লুর রহমান। বিএনপি নেতা তরফদার টিপু গণসংযোগ ও পথসভা করেন বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা, চিলমারি পাড়া, কলনীপাড়া বাজার, বগুলাপাড়া, হাটাপাড়া, ফুরশেদপুর, হরিশপুর ও উজলপুর গ্রামে। পথসভা এবং গনসংযোগ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান এবং অসুস্থ দলীয় নেতাকর্মীদের আর্থিক সহযোগিতাও করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলী আকবর মেম্বার, মনির হোসেন, হান্নান মিয়া, ইসলাম ফরাজি, ডাক্তার সাদিকুল ইসলাম, ডাক্তার মিজানুর রহমান, আ.সামাদ, গোলাম মস্তফা, আলফাজ, বকুল, আরিফুল, মিঠু ফরাজি, জাহিরুল, শ্যামল, আ.রহমান, রেজা, মিজানুর, আরিফুল হক, কুদ্দুস, রেজাউল হক, কালু, আ.আলিম, জালাল, হাসেম, আতিয়ার, নবিছদ্দিন, আকুল, আলী কদর, রাজু, মিলন, সফিকুল, নাসির মেম্বার, মোহাম্মদ মেম্বার, ইজাজুল, আবুবাক্কা, ইউনুচ, সোরাফ, ফজলু মিয়া, ছানোয়ার হোসেন, মন্টু, মোতালেব, আসাদুল, ইছাহাক, আলিমুদ্দিন, নাজের, আবুল, আলি বদ্দিন, মনি, জহির, এরেং মেম্বার, গোলজার, আসলাম, ফারুক, শাজাহান, ডাক্তার মমিন, হোসেন আলী, মুনজিল, দিন ইসলাম, ইদ্রিস, কাশেম প্রমুখ।