স্টাফ রিপোর্টার: এপেক্স ক্লাব অব বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সংক্ষিপ্ত আলোচনাসভাও অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চেম্বার অব কমার্সের ভবনের এ অনুষ্ঠান হয়। এপেক্স ক্লাব অব চুয়াডাঙ্গার সভাপতি এপেক্সিয়ান বিদায়ী কমিটির সভাপতি নূরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি। এসময় তিনি ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দনসহ সদস্যদের শপথ গ্রহণ করান। বিশেষ অতিথি ছিলেন এপেক্সিয়ান অ্যাড. খান মোহাম্মদ লিয়াকত আলি, এপেক্সিয়ান অ্যাড. শওকত আলি, এপেক্সিয়ান অ্যাড. আসাদুল আলম, এপেক্সিয়ান প্রফেসর আসাদুজ্জামান ফিরোজ। অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এপেক্সিয়ান খুস্তার জামিল ও যুগ্ম-সাধারণ সম্পাদক এপেক্সিয়ান অ্যাড. শামসুজ্জোহা। শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপেক্সিয়ান সোহরাব হোসেন, এপেক্সিয়ান আলাউদ্দিন হেলা, এপেক্সিয়ান সেলিম আলি, ওহিদুল ইসলাম, আরেফিন আলম রঞ্জু, আবু আহাসানুজ্জামান বাবু, এপেক্সিয়ান আব্দুর রহিম, এপেক্সিয়ান আব্দুর রহিম, এপেক্সিয়ান পলাশ কুমার, সবুজ, এপেক্সিয়ান ফুলরা, বিউটি, স্মৃতি, কহিনুর বেগম, রোজিনা জোয়ার্দ্দার সাথী, সম্পা, আব্দুর রহমান আব্দুল হাই সিদ্দিক প্রমুখ। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এপেক্স ক্লাবের শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন এপেক্সিয়ান আব্দুর রসিদ।
উল্লেখ্য গত বার্ষিক সাধারণসভায় প্রধান নির্বাচন কমিশনার রোজি হুসাইন এপেক্স ক্লাবের সকল সদস্যদের সাথে আলোচনা করে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করেন। সর্বসম্মতিক্রমে ২০১৮ সালের জন্য এপেক্সিয়ান আবুল কালাম আজাদকে সভাপতি ও আরশাদ আলী চন্দনকে সাধারণ সম্পাদক করে এপেক্স ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।