মেহেরপুর অফিস: মেহেরপুর পিরোজপুর ইউনিয়নের বারাদী মোমিনপুর গ্রামে আরজিনা (৩৫) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। গতপরশু বুধবার বিকেলে নিজ বাড়িতে বিষপান করলেও গতকাল বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে তিনি মারা যান।
বারাদী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাবলু মিয়া বলেন, মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের জিয়া ঘোষের স্ত্রী আরজিনা খাতুন গতপরশু বুধবার বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে বিষপান করে। এসময় প্রতিবেশীরা দেখে তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবন্নতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে কুষ্টিয়াতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২ পুত্র ও ২ কন্যার জননী আরজিনা খাতুন মাথায় সমস্যা থাকার কারণে নিজ ঘরে বিষপান করেন।