চুয়াডাঙ্গার গাইদঘাট শেখ রাসেল ক্রীড়াচক্র আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত

শেখ রাসেলকে হারিয়ে দামুড়হুদা বনানীপাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
দামুড়হুদা প্রতিনিধি: দীর্ঘ এক বছর পর চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট শেখ রাসেল ক্রীড়াচক্রের আয়োজনে ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাইদঘাট ফুটবল মাঠে দামুড়হুদা বনানীপাড়া স্পোর্টিং ক্লাব এবং গাইদঘাট শেখ রাসেল ক্রীড়াচক্রের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারে গাইদঘাট শেখ রাসেল ক্রীড়াচক্রকে ৫-৪ গোলে হারিয়ে দামুড়হুদা বনানীপাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় রেফারি ছিলেন শিক্ষক হাফিজুর রহমান, রিজু ও জাহিদুল। ম্যান সেরা খেলোয়াড় নির্বাচিত হন দামুড়হুদা বনানীপাড়া স্পোর্টিং ক্লাবের মামুন। খেলা শেষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। এ দিকে দামুড়হুদা বনানীপাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ায় দামুড়হুদায় আনন্দ শোভাযাত্রা করেছে বনানীপাড়া স্পোর্টিং ক্লাবের সমর্থকবৃন্দ। দামুড়হুদা বনানীপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি স্বজল, সহ-সভাপতি ইমদাদ, সাধারণ সম্পাদক রোহন, যুগ্মসম্পাদক বুলবুল, কোষাধ্যক্ষ মাসুম, কোচ শহিদ আজম সদু, সদস্য আশরাফুল, রশিদ, জলিলসহ প্রমুখ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।