আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরে খাদ্য অধিকার আইন ও সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তার দাবিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা কমিটির আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে মেহেরপুর শিশু একাডেমি হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। খাদ্য অধিকার বাংলাদেশ মেহেরপুর জেলা কমিটির সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ স্বপন কুমার শাহ। স্বাগত বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র মউক’র নির্বাহী প্রধান ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আশাদুজ্জামান সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল হামিদ। মানবাধিকার কর্মী সাদ আহাম্মেদের উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সন্ধানী সংস্থার উপ-পরিচালক একরামুল হক, হেল্প ফাউন্ডেশনের পরিচালক দিলারা জাহান ও সাবেক পৌর কাউন্সিলর আ. রহিম।
বক্তাগণ খাদ্য অধিকার আইনসহ সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তার জন্য জোর দাবি জানান। এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান এ স্বারকলিপি গ্রহণ করেন।