আলমডাঙ্গার ছোটগাংনীতে আলমসাধু উল্টে শ্রমিক ও চালকসহ ১২ জন আহত

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার ছোটগাংনীতে আলমসাধু উল্টে শ্রমিক ও চালকসহ ১২ জন আহত হয়েছে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার মদনা পশ্চিমপাড়ার ওয়াদ আলীর ছেলে আজিজুল ইসলাম, একই এলাকার দাউদ ম-লের ছেলে ইউছুপ আলী, আব্দুল কাদেরের ছেলে আজিজুল হক, হযরত আলীর ছেলে মোশার্রেফ হোসেন, আমির হোসেনের ছেলে ডালিম, রমজান আলীর ছেলে আলী হোসেন, দীন মহাম্মদের ছেলে তাজাজ্জুল, আলিহীমের ছেলে বাবু, মজিদের ছেলে হাসান, ওসমান গনির ছেলে ছালেকিন ও আলমসাধুর চালক দর্শনার রামনগর গ্রামের মৃত সাবদার আলীর ছেলে হালিম। গতকাল মঙ্গলবার সকালে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ইউছুপ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকালে ১১ জন শ্রমিক আলমসাধুযোগে দামুড়হুদার মদনা থেকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাটবোয়ালিয়া যাচ্ছিলেন সাপ্লাই পানির পাইপ লাইনের কাজ করার জন্য। পথিমধ্যে ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের ছোটগাংনী নামকস্থানে পৌঁছুলে সামনের চাকা খুলে আলমসাধু উল্টে যায়। দুর্ঘটনায় আলমসাধুর চালকসহ ১২ জন গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে ইউছুপ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। গতকাল মঙ্গলবার রাতে তাকে ঢাকায় নেয়া হয়েছে।