স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা অংশে ভৈরব নদ বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানিব্যবস্থার উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের মাধ্যমে সরকারের পানি সম্পদ মন্ত্রী বরাবর ওই স্মারকলিপি পেশ করেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলন ও ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের দর্শনা কমিটির আহ্বায়ক আকমত আলী, সদস্য সৈয়দ মজনুর রহমান, সিরাজুল ইসলাম শেখ, লিটু বিশ্বাস, যশোর কমিটির আহ্বায়ক অনিল বিশ্বাস, ভৈরব নদ সংস্কার আন্দোলনের যশোর কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসক স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে কমিটিকে আশ্বস্ত করেন। স্মারকলিপিতে উল্লেখিত বিষয়গুলো বাস্তবায়ন হলে নৌ যোগাযোগ পথ উন্মুক্ত, প্রাকৃতিক মৎস সম্পদ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব সৃষ্টিসহ পরিবেশের বিভিন্ন দিকের উন্নয়ন হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।