মাথাভাঙ্গা মনিটর: ‘গাঙর হয়েছে কখনো কাবেরি, কখনো বা মিসিসিপি, কখনো রাইম, কখনো কঙ্গ নদীদের স্মরলিপি’। নদীদের স্মরলিপির ‘কাবেরি’ নদীর জল বন্টন নিয়ে চেন্নাইয়ে আইপিএল বন্ধের দাবি তোলা হয়েছে। আর এতে সায় দিয়েছেন দক্ষিণি সিনেমার পর্দা থেকে রাজনীতির মাঠে আসা রজনিকান্ত। এছাড়া তার সঙ্গে রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও কাবেরি ইস্যুতে একমত হয়েছেন চলচ্চিত্র জগত থেকে রাজনীতিতে নামা আরেক তারকা কমল হাসান। আাগামী ১০ এপ্রিল চেন্ননাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও কোলকাতা নাইট রাইডার্সের খেলা হওয়ার কথা আছে। কিন্তু চেন্নাইতে কাবেরি ম্যানেজমেন্ট বোর্ড গঠন না হওয়ার রাজ্য থেকে আইপিএল বাতিল করার দাবি তুলেছে রাজনীতিবিদ ও দক্ষিণি সিনেমার ৬০ জনের বেশি অভিনেতা। এর জন্য বোর্ডের গাফিলতি দায়ী বলে মনে করছেন তারা। কাবেরি সংকটের সুরহা না হওয়ার প্রতিবাদ জানিয়ে রজনীকান্ত বলেন, ‘যে রাজ্য কাবেরি সংকট নিয়ে উত্তাল হয়ে উঠেছে, সেই রাজ্যে আইপিএল ম্যাচ হওয়া মানে রাজ্যকে ‘বিব্রতকর’ পরিস্থিতিতে ফেলা দেয়া।’ তিনি আরও বলেন, চেন্নাইয়ের খেলোয়াড় এবং সমর্থকদের কালো ব্যাজ পরে থাকা উচিত।’ এর মাধ্যমে কাবেরি ইস্যুকে সমর্থন করা হবে বলে মনে করে তিনি। কাবেরির পানি বন্টন সমস্যার সমাধান না করে আইপিএল আয়োজন করার কড়া সমালোচনা করেছেন দক্ষিণি সিনেমার পরিচালক এবং অভিনেতারা৷ তাঁরা বলেন, ‘রাজ্যের কৃষকরা পানি সংকটে ভুগে ক্ষুধার জ্বালায় মরছে, তারা ঋণের দায়ে জর্জরিত। অথচ রাজ্য সরকার আইপিএলের প্রস্তুতি নিয়েছে৷’ রাজ্যের বর্তমান যা পরিস্থিতি তাতে আইপিএলের ‘সাজ’ সাজে না বলে অভিযোগ করেন তারা।