মাথাভাঙ্গা মনিটর: আইপিএলের ১১তম আসরের দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের ১৬৬ রান ছেলে খেলা বানিয়ে ফেললো পাঞ্জাব। ছেলে খেলা বানিয়ে ফেললেন কেএল রাহুল। মাত্র ১৪ বলে আইপিএলের দ্রুততম অর্ধশতক ছুঁয়েছেন তিনি। আর আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি২০তে মাত্র তিন ওভারের আগেই ৫০ রান করার রেকর্ড গড়েছে দলটি। ব্যাট করতে এসে রাহুল যেন এটাকে গলির খেলার পরিণত করলেন। বোলারদের বানিয়ে ফেললেন আনাড়ি। মাত্র ২.৫ ওভারেই অর্ধশতক পেয়েছে তার দল পাঞ্জাব। একই সঙ্গে অর্ধশতক করে ব্যাট উঁচিয়ে ধরেছেন তিনিও। রাহুলের আগে আইপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড ছিলো পাঠান ও সুনীল নারাইনের। ২০১৪ সালে পাঠান ও ২০১৭ সালে নারাইন ১৫ বলে পঞ্চাশ রান করেন। পঞ্চাশ ছোঁয়ার পরেই অবশ্য রাহুল–ঝড় থেমেছে। অর্ধশতকের এক বল পরেই ফিরে যান তিনি। ১৬ বলে ছয়টি চার ও ছয়টি ছক্কায় নামের পাশে বসিয়েছেন ৫১ রান। পাঞ্জাব ম্যাচটি জিতেছে ছয় উইকেট এবং হাতে সাত বল রেখে। রাহুলের পরে পাঞ্জাবের হয়ে করুণ নায়ার ৩৩ বলে ৫০ রানের একটি দারুণ ইনিংস খেলেছেন। দিল্লির হয়ে ভালো খেলেছেন কোলকাতা থেকে এবছর দিল্লির অধিনায়কের দায়িত্ব পাওয়া গৌতম গাম্ভীর। তিনি ৪২ বলে ৫৫ রান করে আউট হন।