আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আনছারবাড়িয়া রেলস্টেশন উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক হাজি মোল্লা হাবিবুর রহমান ওরফে হাবু মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। তিনি গতকাল সোমবার সকাল ৬টার দিকে আন্দুলবাড়িয়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। ৭১’র স্বাধীনতা সংগ্রামে এলাকায় ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী অন্যতম ছাত্রনেতা মোল্লা হাবিবুর রহমান হাবু মৃত্যুর আগ পর্যন্ত এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকা-সহ বর্ণাঢ্য সংগ্রামী জীবনের অধিকারী ছিলেন। গতকাল বিকেলে আন্দুলবাড়িয়া খাঁজা পারেশ সাহেবের রওজার ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে লাশ দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতিনাতকুড়িসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকাস্থ জেলা সমিতির সভাপতি কাজি সিরাজুল হক সিরাজ, আনছারবাড়িয়া রেলস্টেশন উন্নয়ন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক মহাসীন আলী খান ও সাংবাদিক নারায়ণ ভৌমিক তার অকাল মৃত্যুতে আত্মার শান্তি ও গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।