কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সরকারি কলেজের ২৬০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে পরিবেশ ধ্বংসকারী সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টায় কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল শেষে কলেজের সামনে মানববন্ধন করে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া সচেতন ছাত্র সমাজের সভাপতি লাবনী আক্তার, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী সাহাব উদ্দীন মিলনসহ শিক্ষার্থীরা।
কিছুদিন ধরে কলেজের অধ্যক্ষ মনজুর কাদিরসহ কয়েকজন শিক্ষক কলেজের ২৬০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার জন্য একটি নীল নঁকশা করে চলেছেন। এরই কারণে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের গাছকে রক্ষার জন্য এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।