স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ১৪ দলের প্রতিনিধিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪ দলের সমন্বয়ক জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ম-লীর সদস্য সৈয়দ মজনুর রহমান, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, জেলা জাসদ (আম্বিয়া) সভাপতি আখতার খাঁন, সাধারণ সম্পাদক শাসমুল আলম, জীবননগর উপজেলা জাসদ (আম্বিয়া) সভাপতি আব্দুর রশিদ, জেলা জাসদ ইনু, সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান (নান্নু), জীবননগর উপজেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, আলমডাঙ্গা উপজেলা জাসদ (ইনু) সভাপতি গোলাম সারোয়ার, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সিরাজুল ইসলাম, জেলা জাসদ (ইনু) প্রচার প্রকাশনা সম্পাদক লাবলুর রহমান, দামুড়হুদা থানা জাসদ (ইনু) সম্পাদক জুলফিকার আলী, জীবননগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মাসুম আলী, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য অ্যাড. বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, জেলা আ.লীগের দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ম-লীর সদস্য মামুন অর রশিদ, আলমডাঙ্গা উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক হামিদ, দামুড়হুদা উপজেলা জাসদ (আম্বিয়া) সভাপতি আব্দুর রহমান, জীবননগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আ.লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান প্রমুখ। সভায় ১৪ দলীয় ঐক্য জোটের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে প্রতি মাসে অন্তত একটি করে সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রতি উপজেলায় ১৪ দলের সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়। আগামী ২১ এপ্রিল জীবননগর উপজেলা, ২২ এপ্রিল চুয়াডাঙ্গা সদর উপজেলা, ২৩ এপ্রিল দামুড়হুদা উপজেলা ও ২৪ এপ্রিল আলমডাঙ্গা উপজেলায় ১৪ দলীয় ঐক্য জোটের কর্মীসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।