মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মফিজ-সাইদুর পরিষদ ব্যাপক সংখ্যা গরিষ্ঠতায় জয়লাভ করেছে। নির্বাচনে একটি কার্যনির্বাহী পদ ছাড়াও ১০ পদের ২টি সহসভাপতি ও একটি সাধারণ সম্পাদকসহ বাকি ৯ পদে জয় পেয়েছে মফিজ-সাইদুর পরিষদ। এ নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মফিজুর রহমান মফিজ ও মোমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান।
কড়া নিরাপত্তার মধ্যদিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ১ হাজার ১৩৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে জয়ী হতে ১০ সদস্য বিশিষ্ট ২টি প্যানেলসহ মোট ২২ জন সদস্য ভোটযুদ্ধে অংশ গ্রহণ করেন। রাত আড়াইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে মফিজুর রহমান মফিজ সর্বোচ্চ ৬৬৪ ভোট ও মোমিনুল ইসলাম ৫৫১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সহসভাপতি পদে স্বাধীনতা পরিষদের মাহবুবুল হক মন্টু ৩২১ ভোট ও জাহিদ হাসান রাজিব ৩০৬ ভোট পেয়ে পরাজয় বরণ করেছেন। সাধারণ সম্পাদক পদে মফিজ-সাইদুর পরিষদের সাইদুর রহমান ৬২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বাধীনতা পরিষদের নিশান সাবের ৩৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। যুগ্মসম্পাদক পদে মফিজ-সাইদুর পরিষদের আলী রেজা বিচু ৫৩৪ ভোট ও আব্দুল ওয়াদুদ ৫৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। একই পদে স্বাধীনতা পরিষদের আতিক স্বপন ৩৪২ ভোট ও সামসুজ্জামান রন্টু ২৭৮ ভোট পেয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মফিজ-সাইদুর পরিষদের আজিজুল হক ৬৫৭ ভোট, মোহিদুল ইসলাম মুহিদ ৬০৯ ভোট, মাহফুজুর রহমান খাঁন মুন্না ৫৫৩ ভোট ও মিজানুর রহমান হিরন ৪৬১ ভোট পেয়ে এবং স্বাধীনতা পরিষদের সুলতানা রাজিয়া টনি ৪৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নির্বাহী সদস্য পদে মফিজ-সাইদুর পরিষদের খন্দকার কামরুল হাসান দীপু ৪২৫ ভোট, স্বাধীনতা পরিষদের মামদুদা খাতুন রেশমা ৩৯১ ভোট, আসাদুজ্জামান লাল্টু ৩৩৩ ভোট, নূর আলম ২৫৫ ভোট ও আসাবুল হক ৩২৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া প্যানেলের বাইরে যুগ্মসাধারণ সম্পাদক পদে আফসারুল হাসান সুমন ৯৬ ভোট ও কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল মজিদ ২২৬ ভোট পেয়ে পরাজয় বরণ করেছেন।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ। সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসনের কয়েকজন সহকারী কমিশনার।